• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন

কালীগঞ্জে পিতাকে কুপিয়ে আহত করায় পুত্র রুবেলকে গ্রেফতার করেছে

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ / ১৯৮ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে পুত্রের হাতে পিতাকে দেশিয় অস্ত্রে দ্বারা এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখমের ৫ দিনের মাথায় পুত্র মো. কামরুজ্জামান @ রুবেলকে (৩৮) আটক করেছে ব্যাব-১। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বাচল র‌্যাব-১ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শহিদুল ইসলাম বিপিএম। পূর্বাচল র‌্যাব-১ সিপিস-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শহিদুল ইসলাম বিপিএম জানান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলাধীন বাহাদুরসাদী ইউনিয়নের খলাপারা গ্রামের মৃত আয়াত আলীর ছেলে মো. নাজিম উদ্দিন (৬৫) খলাপাড়াস্থ এবিএল কোম্পানীর পশ্চিম গেটের সামনে পশুর খাদ্য ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছেন। তার ছেলে মো. কামরুজ্জামান @ রুবেল (৩৮) প্রায় ৭ মাস যাবৎ তার সকল সম্পত্তি রুবেল এর নামে লিখে দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকে। নাজিম উদ্দিন তাতে রাজি না হয়ে তার সুবিধামতে সময়ে সমান হারে সবাইকে জমি ভাগ করে দেওয়ার কথা বলেন। রুবেল তাতে ক্ষীপ্ত হয়ে গত ২৫ জুন আনুমানিক রাত ১১ টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানে ৩/৪ জন অজ্ঞাত নামা সন্ত্রাসী নিয়ে দোকানের ভিতর প্রবেশ করে মো. নাজিম উদ্দিন এর মুখ বেধে দেশিয় অস্ত্র চাপাতি ও ছুরি দ্বারা হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে মাথা, বুক, গলায়, ঘারে ও শরীরের বিভিন্ন আংশে গুরুত্বর জখম করে। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আশে এবং বাড়ির লোকজনদের খবর দিলে বাড়ির লোকজন এসে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগ খালি না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য পরের দিন ২৬ জুন ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে মো. নাজিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে কালীগঞ্জ থানায় ২৬ জুন ১৬ (৬) ২৪ নং মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে চাঞ্চল্যকর এ মামলার একমাত্র আসামী মো. কামরুজ্জামান @ রুবেল আতœগোপন করেন। পূর্বাচল ক্যাম্প র‌্যাব-১ সিপিস-৩ রবিবার (২৯ জুন) বিকাল ৪টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কালীগঞ্জ থানায় ২৬ জুন ১৬ (৬) ২৪ নং মামলায় এজহার নামীয় একমাত্র আসামী মো. কামরুজ্জামান @ রুবেল নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলাধীন দাউদপুর ইউনিয়নস্থ দেবই বাজার এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্নিত স্থানে অভিযান পরিচালনা করে মো. কামরুজ্জামান @ রুবেলকে আটক করে। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


More News Of This Category
bdit.com.bd