• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন

উত্তরার বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে গাজীপুরে গ্রেটার রিপোর্টার্স ইউনিটির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমগীর হোসেন / ১৪৬ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমগীর হোসেন

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের বহনকারী প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় নিহতদের স্মরণে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল। শুক্রবার রাত ৮টায় গাজীপুর মহানগরের নলজানী এলাকার সততা মার্কেটের দ্বিতীয় তলায় গাজীপুর গ্রেটার রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে এই আয়োজন সম্পন্ন হয়। এতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন: প্রধান অতিথি: ইঞ্জিনিয়ার আনিসুর রহমান আরিফ, আহ্বায়ক – ময়মনসিংহ উত্তর জেলা তাঁতীদলসভাপতিত্ব করেন: শহীদ সরকার, সহ-সভাপতি – গাজীপুর গ্রেটার রিপোর্টার্স ইউনিটিপ্রধান আলোচক: জিএস জয়, সভাপতি – গাজীপুর গ্রেটার রিপোর্টার্স ইউনিটি বিশেষ অতিথি: হাইয়ুল উদ্দিন খান, সাধারণ সম্পাদক – গাজীপুর সাংবাদিক ইউনিটি, আব্দুল ওয়াহাব রিঙ্কু, সভাপতি – সেন্ট্রাল প্রেসক্লাব, সাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সভাপতি – বাসন মেট্রো থানা প্রেসক্লাব, আমন্ত্রিত অতিথি: জুনাইদ ইসলাম বাচ্চু, দপ্তর সম্পাদক – নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা, মোঃ ফারুক হোসেন, সহ-সভাপতি – গাজীপুর মহানগর মানবাধিকার পরিষদ, দেবাশীষ রায়, সাবেক সাধারণ সম্পাদক – গাজীপুর গ্রেটার রিপোর্টার্স ইউনিটি। সঞ্চালনায়: মোঃ আব্দুল বারী, সাধারণ সম্পাদক – গাজীপুর গ্রেটার রিপোর্টার্স ইউনিটি সার্বিক সহযোগিতায়: আবু ছালেক ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি – গাজীপুর গ্রেটার রিপোর্টার্স ইউনিটি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: ফরহাদুল ইসলাম জুয়েল, মাহবুবুর রহমান সোহেল, জাহাঙ্গীর আলম, মাসুম আলম, সাইজ উদ্দিন ইসলাম নয়ন (সদস্য – গাজীপুর গ্রেটার রিপোর্টার্স ইউনিটি), মোঃ মামুন (বাসন মেট্রো থানা প্রেসক্লাব), সাজ্জাকুল ইসলাম রাজ্জাক (প্রতিষ্ঠাতা সভাপতি – বাসন মেট্রো থানা প্রেসক্লাব), রাকিবুল হায়দার জিসান চৌধুরী (ব্যুরো চিফ – দৈনিক আমার প্রাণের বাংলাদেশ), সুলতানা সরকার (মহিলা বিষয়ক সম্পাদক – গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি) (যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি ও মুভি বাংলা টেলিভিশন প্রতিনিধি) জনাব আলমগীর হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই দুর্ঘটনা শুধু কয়েকটি পরিবারের নয়, বরং পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। যেসব শিক্ষার্থী ও অভিভাবক নতুন স্বপ্নে বিভোর ছিল, তারা এক মুহূর্তেই চিরবিদায় নেয়। সরকারের প্রতি আহ্বান জানানো হয়, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন: “গাজীপুর গ্রেটার রিপোর্টার্স ইউনিটি শুধু সাংবাদিকতার ক্ষেত্রে নয়, সামাজিক ও মানবিক কার্যক্রমেও অগ্রণী ভূমিকা রেখে আসছে। এই আয়োজন তারই একটি স্পষ্ট প্রমাণ।” এই মহতী আয়োজনে সহযোগিতা করে স্থানীয় পাঠকপ্রিয় দৈনিক “জন জাগরণ” পত্রিকা, যারা প্রথম থেকেই এ উদ্যোগের পাশে ছিল।


More News Of This Category
bdit.com.bd