• মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
চাঞ্চল্যকর কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যা মামলার মূল দুই আসামিকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ দীর্ঘদিন ধরেই ছয় দফা দাবিতে নওগাঁ মুক্তি মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল নওগাঁয় নিখোঁজের একদিন পরে শরিফ উদ্দিনের মৃতদেহ উদ্ধার বৈষম্যবিরোধী আন্দোলনে দুটি হত্যা মামলাসহ ১২ মামলার আসামি যুবলীগ নেতা রাজনকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ নওগাঁর মান্দায় আত্রাই নদীর অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত ডিবি কর্তৃক নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় সদস্য গ্রেফতার নওগাঁর নিয়ামতপুরে মামলা নিয়ে পুলিশের বিরুদ্ধে ৫ লক্ষ্য টাকার ছলচাতুরির অভিযোগ কাশেমপুর ভূমি অফিসে দালালদের দৌরাত্ম ভোগান্তিতে সাধারণ মানুষ নওগাঁ মহাদেবপুর চৌমাশিয়া- খোদ্দনারায়নপুর মোড়ে ৭শ ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই জন আটক মোহনপুরে ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

চাঞ্চল্যকর কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যা মামলার মূল দুই আসামিকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ

ঢাকা প্রতিনিধ / ৪ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ঢাকা প্রতিনিধ :

 

রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুইজন আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শামীম হোসেন (২৮) ও ২। মোঃ ইয়াসিন আরাফাত ওরফে মুরগী ইয়াসিন (২১)। গত ১৭ এপ্রিল ও ২০ এপ্রিল ২০২৫ তারিখ তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল ২০২৫ তারিখে ভিকটিম আলাল উদ্দিনের স্ত্রী আকলিমা বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম আলাল উদ্দিন কাওরান বাজারের কাঁচামাল ব্যবসায়ী। প্রতিদিনের ন্যায় গত ১০ ডিসেম্বর ২০২৪ তারিখ ভোর আনুমানিক ০৫:২০ ঘটিকায় কারওয়ান বাজারে সবজি ক্রয় করে তা মজুদ রেখে বাসায় ফেরার পথে তেজতুরী বাজার পূর্ণিমা হলের সামনে পৌঁছলে অজ্ঞাতনামা ব্যক্তিরা আলাল উদ্দিনকে ছুরি দিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে তাকে স্থানীয় লোকজনের সহায়তায় ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত ১০ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখ ভিকটিম আলাল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মামলা রুজুর পর গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যার ঘটনায় জড়িত আসামি শামীম ও ইয়াসিনের অবস্থান শনাক্ত করা হয়।পরবর্তীতে গত ১৭ এপ্রিল ও ২০ এপ্রিল ২০২৫ তারিখ তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আলাল উদ্দিন হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তদন্তকালে প্রাপ্ত তথ্য সংক্রান্তে থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত শামীম ও ইয়াসিন ভিকটিম আলাল উদ্দিনের সাথে কারওয়ান বাজারে কাঁচামালেরর ব্যবসা করতো। মূলত ব্যবসায়ের টাকা লেনদেনের বিরোধের জের ধরেই পূর্ব পরিকল্পিতভাবে আলাল উদ্দিনকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


More News Of This Category
bdit.com.bd