• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
শাহআলীতে পূর্বশক্রতার জের ধরে মারামারির ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে ডিবি ৬ মাসের শিশু সেহরিশের মৃতদেহ ১৪ ঘন্টা পর উদ্ধার নওগাঁয় ভারতীয় ওয়াকফ আইন বাতিল ও মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ মোশাররফ গ্রেফতার নওগাঁয় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাসনে অপরাধীদের আতংক অফিসার ইনচার্জ মোঃ কায়সার আহমেদ টঙ্গীতে জবাই করে দুই শিশুকে হত্যা ক্রাইম রিপোটার মনজুর সরকারের ক্ষতি করার চেষ্টা করছে একটি অসাধু মহল যারা নারী ও মাদক ব্যবসার সাথে জড়িত গাজীপুরে ভাওয়াল কলেজের সাবেক ছাত্রলীগ নেতার গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করা হয়। গাজীপুরে একটি বিদেশি পিস্তল, ১৮ রাউন্ড গুলি সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ

গাজীপুরে ভাওয়াল কলেজের সাবেক ছাত্রলীগ নেতার গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করা হয়।

গাজীপুর প্রতিনি / ১৮ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

গাজীপুর প্রতিনিধ :

গাজীপুর মহানগরীর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণ ছাত্রনেতা, ২৪’ এর গণঅভ্যুত্থানের কারা নির্যাতিত রাজপথেরযোদ্ধা, সাধারণ ছাত্র-ছাত্রীদের আস্থার প্রতীক জাকারিয়া হাসান অনিকের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাবেক এক ছাত্রলীগ নেতা ও রাতারাতি দল বদল করে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাগরিক পরিষদের সদস্য সচিব এর বিচার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ওই কলেজ ও বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলসহ সাধারণ ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল ) দুপুরে মহানগরীর সদর থানাধীন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় গেটের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের সামনে গিয়ে জিএমপি পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতা জাকারিয়া হাসান অনিক বলেন বিগত ১৭ বছরে আমাদের কে যে ভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছে ফ্যাসিস্ট সরকারের পতন ও পালিয়ে যাওয়ার পরেও সেই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পেতাত্বারা আমাদের বিরুদ্ধে মামলা করে আবারো আমাদের দাবিয়ে রাখার চেষ্টা করছে। তিনি বলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখার ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব ফরিদুল ইসলাম ফরিদ ৫ আগস্টের আগে ছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা, দেশ পরিবর্তনের সাথে সাথে নিজের রাজনৈতিক পরিচয় বদল করে সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কে পূনর্বাসনের চেষ্টায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে এসব মামলা হামলা চালিয়ে যাচ্ছে। জাকারিয়া হাসান বলেন অবিলম্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ছাত্র অধিকার পরিষদের ফরিদুল কে গ্রেফতার করে বিচার আওতায় না আনলে আমরা আরো খঠর পদক্ষেপ নিতে বাধ্য হবো। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মী ও কলেজ শাখার সাধারণ ছাত্রছাত্রীরা জিএমপি বাসন মেট্রো থানা অফিসার ইনচার্জ (ওসি) এর পদত্যাগ দাবি করেন।মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপির এ তথ্য ও প্রযুক্তি প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট সোহেল। মুরাদ মির্জা, বাসন থানা ছাত্রদল।শামীম হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক ভাওয়াল কলেজ ছাত্রদল। সোহেল আহমেদ,সাবেক আহবায়ক সদস্য ভাওয়াল কলেজ ছাত্রদল। রবিন তালুকদার, সদস্য ভাওয়াল বদর আলম সরকারি কলেজ। মেহেদী মিরাজ, সদস্য ভাওয়াল বদর আলম সরকারি কলেজ শাখা।বিপ্লব হোসেন, ছাত্রনেতা ভাওয়াল কলেজ ছাত্রদল। আরমান হোসেন, ভাওয়াল কলেজ ছাত্রদল। ইমরান হোসেন, ভাওয়াল কলেজ ছাত্রদল প্রমুখ। জিএমপি বাসন মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কায়সার আহমেদ সাংবাদিকদের এক স্বাক্ষাতকারে বলেন, আজকের যে মানববন্ধনের বিষয়টি ছিলো এখানে কোন ছাত্র ছিলোনা, আমরা কয়েকজন সাব ইন্সপেক্টর পাঠিয়েছিলাম মানববন্ধনে তারা বলেছেন এই মানববন্ধনে কোন ছাত্র ছিলোনা তারা সবাই ছিনতাইকারী ও মাদকের সাথে জড়িত, মাদক ব্যবসায়ী, মাননীয় কমিশনার মহোদয়, ডিসি স্যার বিষয় টি তদন্ত করছেন, তদন্ত করে ব্যবস্থা নিবেন।


More News Of This Category
bdit.com.bd