জোবায়ের হোসেন (ইফতি)
নাজিউর রহমান মঞ্জুর (১৯ মার্চ ১৯৪৯ – ৬ এপ্রিল ২০০৮) বাংলাদেশের ভোলা জেলার একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি বাংলাদেশের ভোলা-১ আসন থেকে একজন নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র।[৩] নাজিউর রহমান মঞ্জুরের নেতৃত্বে প্রতিষ্ঠিত হওয়ায় দলটি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) নামেও পরিচিত। মেয়র ঢাকা সিটি কর্পোরেশন কাজের মেয়াদ ৯ অক্টোবর ১৯৮৯ – ২ ডিসেম্বর ১৯৯০[১] পূর্বসূরী আব্দুল মালেক উত্তরসূরী আবুল হাসানত সংসদ সদস্য, ভোলা-১[২] কাজের মেয়াদ ১০ জুলাই ১৯৮৬ – ৬ ডিসেম্বর ১৯৯০ পূর্বসূরী প্রতিষ্ঠিত উত্তরসূরী তোফায়েল আহমেদ ব্যক্তিগত বিবরণ জন্ম ১৯ মার্চ ১৯৪৯ ভোলা জেলা, পূর্ব পাকিস্তান (বর্তমানে- বাংলাদেশ) মৃত্যু ৬ এপ্রিল ২০০৮ ঢাকা রাজনৈতিক দল জাতীয় পার্টি দাম্পত্য সঙ্গী শেখ রেবা রহমান সন্তান আন্দালিব রহমান পার্থ ,আশিকুর রহমান শান্ত।