• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডিবি কর্তৃক নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় সদস্য গ্রেফতার নওগাঁর নিয়ামতপুরে মামলা নিয়ে পুলিশের বিরুদ্ধে ৫ লক্ষ্য টাকার ছলচাতুরির অভিযোগ কাশেমপুর ভূমি অফিসে দালালদের দৌরাত্ম ভোগান্তিতে সাধারণ মানুষ নওগাঁ মহাদেবপুর চৌমাশিয়া- খোদ্দনারায়নপুর মোড়ে ৭শ ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই জন আটক মোহনপুরে ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একটি লেমুর উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি শাহআলীতে পূর্বশক্রতার জের ধরে মারামারির ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে ডিবি ৬ মাসের শিশু সেহরিশের মৃতদেহ ১৪ ঘন্টা পর উদ্ধার নওগাঁয় ভারতীয় ওয়াকফ আইন বাতিল ও মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ মোশাররফ গ্রেফতার

রংপুরের ভাগ্যে জোটেনি বিশেষ ট্রেন

মাটি ও মামুন রংপুর / ১৭ Time View
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

মাটি মামুন রংপুর :

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রীসেবার জন্য ১০ জোড়া অর্থাৎ ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ। তবে বৈষম্যহীন বাংলাদেশে এবারে ও রংপুরের মানুষ এ বিশেষ ট্রেনের সুবিধা পাচ্ছে না। তাই বিভাগীয় জেলার মানুষের ভরসা আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেন, যার টিকিট পাওয়া সোনার হরিণের চেয়ে দামি। ইতোমধ্যে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে বৃহস্পতিবার। সোমবার (২৪ মার্চ) থেকে ঈদের অগ্রিম টিকিট কাটা যাত্রীরা বাড়ি ফিরতে শুরু করবে।
ঈদের জন্য বিশেষ ট্রেনগুলো চলাচল করবে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, চট্টগ্রাম থেকে চাঁদপুর, ভৈরববাজার থেকে কিশোরগঞ্জ,ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ,গাজীপুরের জয়দেবপুর থেকে পার্বতীপুর পর্যন্ত। সেইসঙ্গে পার্বতীপুর-দিনাজপুর রুটে এবং ঠাকুরগাঁও-দিনাজপুর রুটে গোর-এ-শহীদ ঈদ স্পেশাল ট্রেন দুই জোড়া চলবে। এদিকে অন্যান্য অঞ্চলের জন্য ঈদ উপলক্ষ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিলেও রংপুরের জন্য বরাদ্দ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এই অঞ্চলের সাধারণ মানুষ। অতীতে প্রতিক্ষেত্রেই রংপুর অঞ্চল বঞ্চিত হয়েছে বৈষম্যহীন বাংলাদেশেও উপেক্ষিত হলো রংপুর।
রেলওয়ে সূত্রে জানা যায়, রেলওয়ের লালমনিরহাট ডিভিশন থেকে রংপুর, লালমনি, বুড়িমারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, একতা,দ্রুতযান, দোলনচাঁপা, করতোয়া ও বাংলাবান্ধা এক্সপ্রেস ঢাকায় চলাচল করে। প্রতিদিন এসব ট্রেনে ৯ থেকে ১০ হাজার যাত্রী ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে। যাত্রীর তুলনায় যা অপ্রতুল। যার কারণে এসব ট্রেনের যাতায়াতে টিকিট পাওয়া যায় না খুব সহজে। প্রায় সময় টিকিট না পেয়ে অন্য বাহনে যাতায়াত করতে হয়।বিশেষ ট্রেনের বরাদ্দে অন্যান্য বছরে বঞ্চিত হলেও এ অঞ্চলের মানুষ আশা করেছিল এবার ঈদে হয়ত রংপুরের ভাগে একটি বিশেষ ট্রেন পড়বে। বিগত দিনের মতো এবারও রংপুরকে বঞ্চিত করা হয়েছে বিশেষ ট্রেনের বরাদ্দের ক্ষেত্রে। যার কারণে ট্রেনের নিয়মিত অনেক যাত্রীই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। রংপুর থেকে ট্রেনে নিয়মিত যাতায়াতকারী আতাউল হক জানান,বরাবরই রংপুরের মানুষ অবহেলিত, বঞ্চিত। সেই ধারাবাহিকতায় কয়েক বছর থেকে ঈদের সময় ট্রেনের যাতায়াত থেকেও বঞ্চিত হচ্ছে। ঈদে সড়কপথে প্রচুর চাপ থাকায় অতিরিক্ত সময় লাগার কারণে মানুষ ট্রেনে চলাচল করতে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করে। এ ক্ষেত্রে বিশেষ ট্রেনের বিষয়ে রংপুরকে বারবার বঞ্চিত করা হচ্ছে যা সত্যিই দুঃখজনক। রহিমা নামের এক নারী যাত্রী বলেন, সারাদেশের রেল লাইনের উন্নতি হলেও রংপুরের কোন উন্নতি নাই। দেশের সব অঞ্চল ঈদের সময় বিশেষ ট্রেন বরাদ্দ পেলেও রংপুর কয়েক বছর থেকে পাচ্ছে না। কেন পাচ্ছে না, এটা নিয়ে উপরমহলের কোনো মাথা ব্যথা নাই। এগুলো বৈষম্য আর কবে নিরসন হবে। এ বিষয়ে রংপুর রেলস্টেশনের সিনিয়র সুপার শংকর গাঙ্গুলি বলেন, যাত্রীর চাপ কমাতে ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ। সেখানে রংপুরের জন্য কোনো বিশেষ ট্রেনের ব্যবস্থা নেই। তবে ‘রংপুরের জন্য বিশেষ ট্রেনের কোনো ব্যবস্থা না থাকলেও রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস রংপুরের ওপর দিয়ে চলাচল করে। এ ছাড়া পার্বতীপুর ও কাউনিয়া হয়ে কয়েকটি ট্রেন ঢাকায় যাতায়াত করে।


More News Of This Category
bdit.com.bd