ক্রাইম রিপোর্টার, মনজুর আলম সরকার :
ফ্লাইওভারের নিচে হকারদের ফলের দোকান দিয়ে রাস্তা বন্ধ করে ব্যবসার জন্য মহাসড়কে সবসময় যানজট লেগে থাকায় সাংবাদিকদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এসময় সাংবাদিকরার প্রতিবাদ করলে হকাররা একত্রিত হয়ে সাংবাদিকদের উপর তেড়ে আসে এবং কয়েকজন হকার সন্ত্রাসী মনোভাব নিয়ে মারতে আসে। সাংবাদিকদের মারতে আসার ভিডিও ফুটেজ সাংবাদিকদের নিকট সংরক্ষিত আছে। তর্কবিতর্ক চলাকালীন ৯৯৯ এ কল করে পুলিশ কে বিষয়টি জানালে জিএমপি বাসন মেট্রো থানা এএসআই বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেন, এসময় হকাররা পালিয়ে যায়। সাংবাদিক দাবি নাওজোর ফ্লাইওভারের নিচে যেন আর কোন হকার ভ্যানগাড়ি বসিয়ে ব্যবসা করে রাস্তা যানজটের সৃষ্টি করতে না পরে। এজন্য তারা জিএমপি বাসন থানাসহ উর্ধতন কর্মকর্তাদের বিশেষ নজর দেওয়ার বিশেষ অনুরোধ করেন।