• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
শত বাঁধার গণ্ডি পেরিয়ে রাঙ্গামাটির কৃতি সন্তান সুদর্শন চাকমা এবং রাজন চাকমা সরকারি বেসরকারি সাহায্য সহযোগিতা পেলে বড় ধরনের অর্জনের আশ্বাস। বাগমারায় মাদকের রমরমা ব্যবসা পুলিশ অভিযান দিলেই হতে হয় হয়রানির শিকার। কিশোরগঞ্জ মসজিদে তালা মারলেন শহিদুল হক খোকন গাজীপুর ১৪ নং ওয়ার্ড যুবদল নেতা জহিরুল ইসলাম কাজলের রমরমাট মাদক ব্যবসা বিতর্ক যেন কাউকেই ছাড়ছে না। কেউ কাউকে সম্মান দিয়ে কথা বলছি না। তাহলে আমরা যে মানুষ তার প্রমাণ কি? নওগাঁয় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এসি ল্যান্ডের গাড়িচালকসহ গ্রেফতার নওগাঁর দিঘীরহাটে মোটরসাইকেল গাছের সাথে ধাক্কা লেগে ১ জন নিহত ও ২জন আহত যার মা নেই, তার কোনো ঈদ নেই…” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রায়হানুল আলম রায়হান গাজীপুর মহানগরের বাসন বিএনপি’র পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট সোহেল রানা প্রচার ও প্রকাশনা সম্পাদক

যার মা নেই, তার কোনো ঈদ নেই…”

বিশেষ প্রতিনিধি,আলমগীর হোসেন / ৩ Time View
Update : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

বিশেষ প্রতিনিধি,আলমগীর হোসেন

ঈদের খুশি আসে, চারপাশ ভরে ওঠে আনন্দে, কিন্তু আমার ভেতরে যেন এক শূন্যতার হাহাকার। এই দিনে সবার মুখে হাসি, কিন্তু আমার মনে চাপা কষ্ট—কারণ আমার মা নেই। আজ থেকে ঠিক দুই বছর নয় মাস পঁচিশ দিন আগে, কোরবানি ঈদের মাত্র চার দিন আগে সড়ক দুর্ঘটনায় আমার মা চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে যান। সেই দিনটা আজও আমার মনে গেঁথে আছে, যেদিন আমার পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল, বুকের ভেতরটা শূন্য হয়ে গিয়েছিল। মা… এই ছোট্ট শব্দটার মধ্যে যে কত ভালোবাসা, কত মায়া, কত আবেগ লুকিয়ে আছে, সেটা শুধু মা-হারা মানুষই বুঝতে পারে। মা মানেই নির্ভরতার ঠিকানা, মায়ের স্পর্শ মানেই প্রশান্তি, মায়ের কণ্ঠস্বর মানেই শান্তির সুর। কিন্তু আজ আমি এই পৃথিবীর যেখানেই থাকি, যত মানুষের মধ্যেই থাকি, আমার মাকে আর খুঁজে পাই না। মা হারানোর ব্যথা ভাষায় প্রকাশ করা যায় না। আমার মা শুধু আমার জন্যই নন, তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ। সবাই তাকে ভালোবাসতো, শ্রদ্ধা করতো। তিনি সবার বিপদে পাশে দাঁড়াতেন, সবার জন্য ভাবতেন। আজও মনে পড়ে, মা কী সুন্দরভাবে আমাদের আগলে রাখতেন, কত ভালোবাসতেন! এখন মনে হয়, সেই ভালোবাসার উষ্ণতা যেন এক চিরন্তন স্মৃতি হয়ে গেছে। আজ ঈদের দিনে চারপাশে যত আনন্দই থাকুক, আমার মনে শুধুই শূন্যতা। মাকে ছাড়া এই দিনগুলো আর আগের মতো মনে হয় না। মা ছাড়া ঈদ মানে যেন কিছুই না, মা ছাড়া জীবনটাও যেন অর্থহীন।আমি জানি না, মা তুমি কেমন আছো! জানি না, তুমি আমাদের দেখতে পাও কিনা! কিন্তু আমি আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা করি—” হে আল্লাহ, তুমি আমার মাকে ভালো রেখো, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। তাকে শান্তিতে রেখো, তাকে সুখে রেখো।” আমার সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে একটাই অনুরোধ, দয়া করে আমার মায়ের জন্য দোয়া করবেন। তিনি যেন জান্নাতে হাসি-খুশি থাকেন, শান্তিতে থাকেন। ভালো থেকো আম্মু, যেখানেই থাকো… তোমাকে অসম্ভব মিস করি…


More News Of This Category
bdit.com.bd