মিঠাপুকুর প্রতিনিধ :
মিঠাপুকুর উপজেলা রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান তারমধ্যে বেগম রোকেয়ার জন্ম স্থান উল্লেখযোগ্য । সারা দেশ ছাড়াও বিদেশ থেকে আসা পর্যটকরা প্রতিদিনই দর্শনীয় স্থানে যাচ্ছেন । ব্যস্ততম এই মহাসড়ক ও গ্রাম্য সড়কে প্রতিদিন ডাম্প ট্রাক, ট্রাক, ট্রাক্টরে করে বালু ও মাটি বহন করা হচ্ছে। এতে বায়ুদূষণসহ ঢাকনা বিহীন গাড়িগুলো থেকে মহাসড়কে বালু, মাটি পড়ে বিবর্ণ হচ্ছে মাইলের পর মাইল। কুয়াশা আর সামান্য বৃষ্টিতে মহাসড়ক ও গ্রাম্য সড়কে জমে থাকা মাটি পিচ্ছিল হয়ে দ্রুতগতির ও ধীর গতির যানবাহন দুর্ঘটনায়ও পড়ছে। খোলা ট্রাকে বালু, মাটি পরিবহনের কারণে বায়ুদূষণ বাড়লেও এটা নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা নেই। গাড়িগুলো ঢেকে বালু, মাটি পরিবহনের নিয়ম থাকলেও সেটা মানা হচ্ছে না । এদিকে বায়ুদূষণে যাত্রীদের শ্বাসকষ্ট যেমন বাড়ছে, তেমনি অপরিচ্ছন্ন হচ্ছে মাইলের পর মাইল। বাড়ছে পঙ্গুত্ব, এ অবস্থায়, ঢাকনা বিহীন বালু, মাটি পরিবহন বন্ধ ও মহাসড়কের ওপর মাটি, বালু ফেলা বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।