• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রেসক্লাব, নওগাঁ জেলা শাখা মাসিক মিটিং ও আলোচনা সভা

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার( নওগাঁ) / ৪৯ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার( নওগাঁ)

 

বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার মাসিক মিটিং ও আলোচনা সভা ১০ নভেম্বর ২০২৫, সোমবার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক এবং সভাটি সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকাহারুল ইসলাম নয়ন। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ মোকছেদুল ইসলাম। তিনি সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং প্রেসক্লাবের সাংগঠনিক শক্তি বৃদ্ধি বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আল হিল কাফি, রুপল হোসেন সহ প্রেসক্লাবের সকল সম্মানিত সদস্যবৃন্দ। সভায় বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখাকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপস্থিত সদস্যরা পারস্পরিক সহযোগিতা, পেশাগত নৈতিকতা রক্ষা ও তথ্যনির্ভর সাংবাদিকতা চর্চায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে সভাপতি ওমর ফারুক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী মাসের কর্মপরিকল্পনা প্রণয়নের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


More News Of This Category
bdit.com.bd