• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

সিঙ্গাপুর পাঠানোর নামে গৃহবধূকে বিক্রি, গাজীপুরে মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেফতার

গাজীপুর জেলা প্রতিনিধি / ৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

গাজীপুর জেলা প্রতিনিধি :

সংসারের অভাব-অনটন দূর করে আর্থিক স্বচ্ছলতা আনতে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন গাজীপুরের কামরুন্নেহা ঝুমকা নামের এক গৃহবধূ। এ লক্ষ্যে তিনি ও তার পরিবার স্থানীয় এক ব্যক্তি মাহাবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন। মাহাবুবুর রহমান নিজেকে ‘সিটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস’ নামের একটি এজেন্সির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দিয়ে সিঙ্গাপুরে পাঠানোর প্রলোভন দেখান এবং উচ্চ আয়ের আশ্বাস দেন। এরপর ঝুমকার পরিবার দেড় লাখ টাকা পরিশোধ করলে, গত ৭ জুলাই ওই ট্রাভেলস এজেন্সির মাধ্যমে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। কিছুদিন পর ঝুমকার পরিবার জানতে পারে, সংঘবদ্ধ ওই চক্রটি কনস্ট্রাকশন শ্রমিক হিসেবে পাঠানোর কথা বলে ভুয়া কাগজপত্র তৈরি করে তাকে বিদেশে পাঠায়। পরে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে অন্যত্র বিক্রি করে দেওয়া হয়। পরবর্তীতে সিঙ্গাপুর পুলিশ ঝুমকাকে আটক করে কারাগারে পাঠায় বলে জানা যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা সাহেরা বেগম বাদী হয়ে গাজীপুর মহানগরীর বাসন থানায় মামলা দায়ের করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পাঠানো ৯ অক্টোবরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানা এলাকা থেকে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন-গাজীপুর জেলার শ্রীপুর থানার নিমুরিয়া গ্রামের মো. সুলতান উদ্দিনের ছেলে মো. মাহামুদুর রহমান (৩০) এবং জয়দেবপুর থানার কাতিয়া এলাকার মো. নিয়ামত উল্লাহর ছেলে মো. সোয়াইব। এ ঘটনায় বাসন থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৬(১)/৭/৮ ধারায় মামলা (নং-১০, তারিখ: ০৮/১০/২০২৫ খ্রি.) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জিএমপি’র বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানটি মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার মো. রেজাউর রহমানের দিকনির্দেশনায় পরিচালিত হয়।


More News Of This Category
bdit.com.bd