অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরগুলোকে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে ইসি সচিবালয় জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা তৈরি হয়ে গেছে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে ভোটকেন্দ্রের সংখ্যা এবং কর্মকর্তার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে। সেক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি, বাজেট ও জনবল বরাদ্দের বিষয়টি আগে থেকেই বিবেচনায় রাখতে হবে। অন্যদিকে, যদি দুইটি ভোট পৃথক দিনে হয়, তবে ব্যয় ও লজিস্টিক ব্যবস্থার জন্য আলাদা অর্থ সংস্থানের প্রয়োজন হবে। বৈঠকে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ ইসির অন্যান্য সদস্যরা। এতে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, পররাষ্ট্র, অর্থ, আইন ও বিচার বিভাগসহ ৩১টি মন্ত্রণালয় ও অধিদপ্তরের সচিব ও প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।