গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগরের জলাবদ্ধতা দূরীকরণ এবং টেকসই নগর ব্যবস্থাপনার অংশ হিসেবে ভোগড়া বাইপাস সংলগ্ন মোগর খাল খনন কার্যক্রম এগিয়ে চলেছে জোর কদমে। এই কার্যক্রম পরিদর্শনে বৃহস্পতিবার আসেন বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি (বিএমটিএফ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল মোঃ নাহিদ আজগর।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে দশটায় তিনি ঢাকা সিটি বাইপাস এলাকা, মোগর খাল এবং যোগীতলা ব্রিজ ঘুরে খনন কার্যক্রমের অগ্রগতি দেখেন এবং খালের প্রশস্ততা, পানি প্রবাহ ও তীর সংরক্ষণের বিষয়ে প্রকৌশলীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “জলাবদ্ধতা কেবল একটি অবকাঠামোগত সমস্যা নয়, এটি স্বাস্থ্য, জীবনযাত্রা ও শহরের সামগ্রিক উন্নয়নের সঙ্গে জড়িত। এই খাল পুনঃখনন প্রকল্প শুধু পানি নিষ্কাশন নয়, একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য গাজীপুর গড়ার দিকে বড় পদক্ষেপ।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন বিএমটিএফ-এর জেনারেল ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল ফকরুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই/এম) সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা, সহকারী প্রকৌশলী মোঃ রাসেল শাহরিয়ার ও উপ-সহকারী প্রকৌশলী আমজাদ হোসেন। গাজীপুর সিটি কর্পোরেশনের সরাসরি ক্রয় প্রক্রিয়ায় বিএমটিএফ দায়িত্বপ্রাপ্ত হয়ে গত এক মাসে মোগর খাল খননের প্রায় এক-তৃতীয়াংশ কাজ সম্পন্ন করেছে। ঢালু খালপ্রবাহ, প্রাকৃতিক বাধা, অবৈধ দখল ও আবর্জনার স্তূপ দূর করে ধাপে ধাপে খালের প্রস্থ ও গভীরতা বাড়ানোর কাজ চলছে। খালের সঙ্গে সংযুক্ত ছোট নালা, জলাশয় এবং সংরক্ষিত ড্রেনগুলোতেও পরবর্তী ধাপে সমন্বিত কাজ হবে বলে জানা গেছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, “এই খাল ছিল একসময় পুরো নগরের প্রধান পানি নিষ্কাশন পথ। দখল ও ময়লায় একে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। সেনাবাহিনীর বিএমটিএফ-এর সহযোগিতায় আমরা এটিকে আবার প্রাণ ফিরিয়ে আনতে কাজ করছি। শহরের জলাবদ্ধতা দূর করতে হলে এ ধরনের সাহসী ও সুনির্দিষ্ট প্রকল্প ছাড়া উপায় নেই। তিনি আরও বলেন, “মোগর খাল কেবল একটি খাল নয়, এটি গাজীপুর নগরের জীবনরেখা। এ খাল ও সংযোগ স্থাপনাগুলো সচল রাখার জন্য নাগরিক সচেতনতা ও আইনি প্রয়োগ একসঙ্গে প্রয়োজন। এই প্রকল্প যেন দখল ও দূষণের শিকার না হয়, সেজন্য ওয়ার্ডভিত্তিক মনিটরিং টিম গঠন করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “গত কয়েক বছর ধরে একটু বৃষ্টি হলেই ভোগড়া বাইপাস এলাকা ডুবে যেত। এবার কাজ শুরু হতেই আশার আলো দেখতে পাচ্ছি। এর স্থায়িত্ব নিশ্চিত হলে গাজীপুর সত্যিই বদলে যাবে। পরিদর্শন শেষে মেজর জেনারেল নাহিদ আজগর বলেন, “সামরিক শৃঙ্খলা ও প্রযুক্তিগত সক্ষমতা দিয়ে বিএমটিএফ এই প্রকল্প দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের চেষ্টা করছে। তবে এটি শুধু সরকারের একার কাজ নয়, নাগরিকদেরও ভূমিকা