• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় ভারতীয় ওয়াকফ আইন বাতিল ও মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ মোশাররফ গ্রেফতার নওগাঁয় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাসনে অপরাধীদের আতংক অফিসার ইনচার্জ মোঃ কায়সার আহমেদ টঙ্গীতে জবাই করে দুই শিশুকে হত্যা ক্রাইম রিপোটার মনজুর সরকারের ক্ষতি করার চেষ্টা করছে একটি অসাধু মহল যারা নারী ও মাদক ব্যবসার সাথে জড়িত গাজীপুরে ভাওয়াল কলেজের সাবেক ছাত্রলীগ নেতার গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করা হয়। গাজীপুরে একটি বিদেশি পিস্তল, ১৮ রাউন্ড গুলি সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ নওগাঁর নিয়ামতপুর আইও পাড়া স্কুলের মাঠ দখলে বাধা দেওয়ায় বিএনপির ৬ নেতাকর্মী আহত গাজীপুরে বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল!

সন্তান হত্যার বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

Reporter Name / ২২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া) : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় স্বেচ্ছাসেবকলীগ কর্মী আখতারুল আলম শুভ খুনের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মা মোছা. আম্বিয়া আক্তার।

এ সময় তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই খুনের ঘটনায়সুষ্ঠু তদন্ত করে দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়ো জিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান নিহত শুভ’র মা।সংবাদ সম্মেলনেছেলের হত্যার বিচার চেয়ে আম্বিয়া আক্তার বলেন, আমার ছেলের খুনিরা স্থানীয় সংসদ সদস্যের মদদপুষ্ট হয়ে প্রকাশ্যে ঘুরাফেরা করছে। পুলিশ তাদের গ্রেফতার না করে নিরব ভূমিকা পালন করছে। আর এ কারণেই খুনিরা আমার ছেলেকে খুন করে এখন আমার ছেলে ও মেয়ে জামাতাসহ তাদের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করছে। নিহত শুভ’র বড় বোন ইসমত আরা সরকার লুচি সংবাদ সম্মেলনে বলেন, আমার স্বামী এনামুর রহমান রবি এবং ছোট ভাই শুভকে সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়েছে।

এ ঘটনার ১৪ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আমার ভাই মারা যায়। পুলিশ বলছে খুনিদের গ্রেফতারে অভিযান চলছে অথচ খুনের মামলার ৩ নম্বর আসামী আরিফ বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল মালেক সরকারের ছত্রছাঁয়ায় ঘুরাফেরা করছে। সংসদ সদস্যের সাথে পোস্ট করা আরিফের একটি সাম্প্রতিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে। তারপরও পুলিশ আসামীদের গ্রেফতার করছে না। এ ঘটনায় আমরা শঙ্কিত।

সংবাদ সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) উত্তম চক্রবর্তী রকেট, মহানগর সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, নিহত শুভ’র বড় বোন ইসমত আরা সরকার লুচিসহ পরিবরের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৩ মে রাতে উপজেলার দেওখোলা বাজারে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন গ্রুপের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মারাত্মক আহত হয় স্বেচ্ছাসেবক লীগ নেতা এনামুর রহমান রবি, তার শ্যালক আখতারুল আলম শুভসহ পাঁচ নেতাকর্মী। এ ঘটনার ১৪ দিন পর গত ২৭ মে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভ মারা যায়।


More News Of This Category
bdit.com.bd