• বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ভৈরবে ধর্ষণের অভিযোগে যুবক আটক,কিশোরী অন্তঃসত্ত্বা এই কোন যাদুর নগরী! আমাদের প্রান পিয় মাতৃভূমি বাংলাদেশ। গাজায় ইসরাইলের নারকীয় বর্বর হামলা ও গনহত্যার প্রতিবাদে গাজীপুরে প্রতিবাদ মিছিল মোহনপুরের এসএসসি পরীক্ষা কেন্দ্রে গুলোতে সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিক্ষা নেওয়া হচ্ছে নওগাঁর নিয়ামতপুর চন্দননগরে গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত নওগাঁয় স্বামীর স্বকৃীত চেয়ে মৌসুমি খাতুন সংবাদ সম্মেলন সাপাহারে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন নওগাঁর মহাদেবপুরে অপবাদের জেরে সংখ্যালঘু হিন্দু গৃহবধূ বৃন্দা রানী গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যা গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএন পির কমিটির সদস্য পুরাতন ও নতুন সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালিত হয় মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

লাখ ভোটের ব্যবধানে জয়ী হলেন ইকরামুল হক টিটু

Reporter Name / ৯৫৮ Time View
Update : রবিবার, ১০ মার্চ, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচনে বড় ব্যবধানে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মো: ইকরামুল হক টিটু। এই নির্বাচনে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৪টি।গতকাল শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ৯টায় নগরের তারেক স্মৃতি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ভোট গনণা শেষে বেসরকারিভাবে সংশ্লিষ্টরা এই ফলাফল ঘোষনা করেন।

এ সময় নগরের ১২৮টি ভোট কেন্দ্রের ঘোষিত ফলাফলে মো: ইকরামুল হক টিটু ঘড়ি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৪। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি প্রতীকে সাদেকুল হক খান মিল্কি টজু পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট। এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি ঘোড়া প্রতীকে এহতেসামুল আলম পেয়েছেন ১০ হাজার ৭৭৩ ভোট, কৃষকলীগ নেতা হরিণ প্রতীকে রেজাউল হক পেয়েছেন ১ হাজার ৪৮৭ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী শহিদুলইসলাম স্বপন মন্ডল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩২১ভোট।

এই ফলাফলে মো: ইকরামুল হক টিটু তাঁর নিকটতম প্রতিন্দন্দীর চেয়ে ১ লাখ ৩ হাজার ৮৪১ ভোট বেশি পেয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, দিনভর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।

এতে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সূত্র জানায়, নগরের ৩৩ ওয়ার্ডের মোট ১২৮টি ভোটকেন্দ্রের ৯৯০ বুথে দেড় হাজার ইভিএমে ভোট-গ্রহণ হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে চারজন পুলিশ ও ১২ জন আনসারসদস্য দায়িত্ব পালনের পাশাপাশি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পাঁচজন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি সাত প্লাটুন বিজিবি, ১১ প্লাটুন পুলিশ, আর্মড পুলিশ এবং আনসার সদস্য, ১৭ টিম র‍্যাব ছাড়াও ৩৩ জন নির্বাহী হাকিম (ম্যাজিস্ট্রেট) এবং ১১ জন বিচারিক হাকিম (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) দায়িত্ব পালন করছেন।

সূত্রমতে, এই নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী ছাড়াও নগরের ৩৩টি ওয়ার্ডে ১৪৯ জন সাধারণ কাউন্সিলর এবং ১১টি আসনে মোট ৬৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়াই করেছেন। তবে নগরীর ১১ নম্বর ওয়ার্ডে ফরহাদ আলম বিনা-প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কাউন্সিলর পদে মোট ৩২টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৩২ পুরুষ এবং ১ লাখ ৭২ হাজার ৬৫৫ নারী ভোটার রয়েছে। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন।


More News Of This Category
bdit.com.bd