চট্টগ্রাম প্রতিনিধি :
বাকলিয়া থানার অভিযান টিমের এসআই/মোঃ আনোয়ার হোসেন, এএসআই/বুলবুল হোসেন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং-০২/০৫/২০২৫খ্রি. রাত অনুমান ০০.২০ ঘটিকা হইতে ০৪.৩০ ঘটিকা পর্যন্ত বিভিন্ন সময়ে বাকলিয়া থানার এলাকায় অভিযান পরিচালনা করে সিআর সাজা গ্রেফতারী পরোয়ানা, অর্থ ঋণ জারী মামলা নং-৫৮৭/২৩ (চকবাজার) ,রিসিভ নং-৩৩৫/২৫ এর সাজা প্রাপ্ত পলাতক আসামী ১। তপন নাথ, পিতা- মৃত রাম নাথ, মাতা- আলো রানী নাথ, থানা- বাকলিয়া, সাং- মিয়া কলোনী, হাজী মনছুর আলী রোড, মিয়াখান নগর, ডাকঘর-লামাবাজার, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম ও সিআর সাজা গ্রেফতারী পরোয়ানা, অর্থ ঋণ জারী মামলা নং-৫৮৭/২৩ (চকবাজার), রিসিভ নং-৩৩৬/২৫ এর সাজা প্রাপ্ত পলাতক আসামী ২। স্বপ্না নাথ, স্বামী- তপন নাথ, পিতা- বীরেন চন্দ্র দে, মাতা-শেফালী দে, সাং- মিয়া কলোনী, হাজী মনছুর আলী রোড, মিয়াখান নগর, ডাকঘর-লামাবাজার, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।