• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কাশেমপুর ভূমি অফিসে দালালদের দৌরাত্ম ভোগান্তিতে সাধারণ মানুষ নওগাঁ মহাদেবপুর চৌমাশিয়া- খোদ্দনারায়নপুর মোড়ে ৭শ ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই জন আটক মোহনপুরে ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একটি লেমুর উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি শাহআলীতে পূর্বশক্রতার জের ধরে মারামারির ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে ডিবি ৬ মাসের শিশু সেহরিশের মৃতদেহ ১৪ ঘন্টা পর উদ্ধার নওগাঁয় ভারতীয় ওয়াকফ আইন বাতিল ও মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ মোশাররফ গ্রেফতার নওগাঁয় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাসনে অপরাধীদের আতংক অফিসার ইনচার্জ মোঃ কায়সার আহমেদ

রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের অর্থনৈতিক মন্দা চলছে। এ যেন গোটা জাতি বিপন্ন হবার পালা।

অথই নূরুল আমিন / ৭ Time View
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

অথই নূরুল আমিন

গত বছরের জুলাই আন্দোলন থেকে বতর্মান পর্যন্ত দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে চরমে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিদিনই চলছে কাদা ছড়াছড়ির মত ঘটনা। রাজনৈতিক ভাবে এরকম তর্কাতর্কি এবং মতবিরোধের কারণে। সমগ্র দেশ জুড়ে চলছে নানারকম অসামাজিক কার্যকলাপ। বেড়ে চলছে খুন গুমের মত ঘটনা। প্রকাশ‍্যে দিবালোকে লুঠপাট ও মারামারিসহ অপ্রীতিকর হাজারো ঘটনা। ৫ আগস্টের পর থেকে মনে হচ্ছে দেশে কোন সরকার নেই। যারা বিভিন্ন পদে আছেন। তারাও কঠিন ভাবে কোন পদক্ষেপ নিতে পারছে না বলে মনে হচ্ছে।বতর্মানে সবচেয়ে বড় ঘটনা হলো রাজনৈতিক অস্থিরতা। এখানে দেখছি কেউ কাউকে আর মান‍্য করছে না। কলেজ পড়ুয়া কিছু ছেলে মেয়েরা যখন তখন মিছিল বা মিটিং করছে। তাদের যা খুশি তাই বলে যাচ্ছে। আজকে যেন সিনিয়র জুনিয়র বলতে কোন কিছুর প্রার্থক‍্য দেখছি না। এদিকে সারাদেশ জুড়ে স্থানীয় সরকারের জনবল নেই বললেই চলে। মেম্বার চেয়ারম্যান সহ অনেকেই অফিস করছে না। যার ফলে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে অসংখ্য জনগণ। অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই সামাল দিতে পারছে না দেশের বিভিন্ন সমস্যা । এই বিশাল জনগুষ্টির বিভিন্ন চাওয়া পাওয়াও আজকে অধরা । এগুলো বিষয় নিয়ে দেশের ছোট বড় রাজনৈতিক দলগুলার উচিৎ বর্তমান সরকারকে সহযোগিতা করা। বর্তমান সরকারের ভুলগুলো ধরিয়ে দেয়া। বতর্মান সময়ে ঢাকা শহরে বসবাসকারী জনগণের সবচেয়ে বড় সমস্যা হলো যানজট। ঢাকা শহরের এই যানজট যেন সমগ্র ঢাকা বাসীর জন‍্য দোযখ সম। বতর্মানে এক ঘন্টার পথ তিন ঘন্টায় ও যাওয়া যায় না। এই প্রকট যানজটের জন‍্য শহরে থাকা জনগণ যেমন ভূক্তভোগী। তেমনি শহরের বাহির থেকে আসা ব‍্যবসায়ীরা আরো বেশি ভূক্তভোগী। যার ফলে সারা দেশ জুড়ে বাণিজ্য ঘাটতি হচ্ছে। বিশেষ করে লক্ষ লক্ষ ক্ষুদ্র ব‍্যবসায়ীরা লোকসানী হচ্ছেন। দেশের অর্থনৈতিক সচ্ছল করতে হয়তো দ্রুত জাতীয় নির্বাচন দেয়া প্রয়োজন। নতুবা জাতীয় সরকার গঠন প্রয়োজন। এছাড়া যেকোনো মূল্যে বেকারত্ব কমাতে হবে। দেশের বড় একটি সমস্যা বেকারত্ব। এই বেকারত্ব থেকেই বেশিরভাগ মানুষজন আয়ের পথ খুঁজতে গিয়ে মন্দ কাজে জড়িয়ে যায় । যার ফলে নষ্ট হয়ে যায় অসংখ্য প্রতিভা। নষ্ট হয় অসংখ্য স্বপ্ন। নষ্ট হয় অনেক বাবা মায়ের আশা ভরসা। আশাকরি বর্তমান সরকার উল্লেখিত বিষয় গুলোতে সুনজর দেবেন।

অথই নূরুল আমিন
কফি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী
২৩ . ৩. ২০২৫


More News Of This Category
bdit.com.bd