এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার :
শুক্রবার (২৮ মার্চ) ২৫ খ্রিঃ দুপুর প্রায় ১২ঃ০০টা ২৩ মিনিটের সময় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, ধ্বংসস্তূপে হারিয়ে গেলো হাজারো তাজা প্রাণ। ভয়াল এ-ই কম্পনের মাত্রা ছিল ৭.৭ তীব্র ভূমিকম্পে মুহূর্তেই ধূলিসাৎ অসংখ্য অট্টালিকা, ভেঙে পড়ল স্বপ্নের শহর। চিৎকারে প্রকম্পিত আকাশ, আর্তনাদে ভারী বাতাস চারদিকে শুধু ধ্বংস আর হাহাকার। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছে জীবন, কেউ কেউ নিঃশ্বাস নিতে চেয়ে হেরে যাচ্ছে ধূলার মাঝে। বিপর্যস্ত রাস্তাঘাট, ভেঙে গেছে সেতু, বিদ্যুৎহীন হয়ে পড়েছে নগরীতে। উদ্ধারকর্মীরা প্রাণপণ খুঁজছে জীবনের চিহ্ন, তবু ধ্বংসস্তূপের ভারে হারিয়ে যাচ্ছে কতশত স্বপ্ন। এই মৃত্যুপুরীতে এখন শুধুই অপেক্ষা বেঁচে ফেরার, কারও জন্য প্রিয়জনকে ফিরে পাওয়ার, কারও জন্য কেবল শেষ বিদায়ের।