চট্টগ্রাম প্রতিনিধি :
বাকলিয়া থানার এসআই/আনোয়ার হোসেন,
এএসআই সাইফুল ইসলাম,এ এস আই নূরে আলম,
এএসআই নজরুল ইসলাম’সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ইং-০৬/০৫/২০২৫
খ্রি. রাত অনুমান ০০.১৫ ঘটিকা হতে ০৭.৩০ ঘটিকা পর্যন্ত সময়ে বাকলিয়া থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোহাম্মদ আলী আকবর(৪৫), পিতা-অনফর আলী, সাং-মিয়াখাননগর, ময়দারমিলের দক্ষিণ পার্শ্বে, কাশেম মেম্বারের বিল্ডিং. সংলগ্ন সোলেমান বিল্ডিং, ব্র্যাক ম্যাটানিটি হেলথ সেন্টারের উপরে ৪র্থ তলা, দক্ষিণ বাকলিয়া, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রামকে এসটি মামলা নং-২২৩/২০২০, সিআর সাজা নং-২২৮/২০১৯
(টেকনাফ), রিসিভ নং-৬২/২৫ মূলে, ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৬,০০,০০০ লক্ষ টাকা অর্থদণ্ডে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।