মো. রনি বিশেষ প্রতিনিধিফি
লিস্তিনে ইজরাইল কর্তৃক বর্বর হামলা ও ভারতে মুসলমানদের নির্বিচারে হ” ত্যার প্রতিবাদে টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা আয়োজনে বি* ক্ষোভ মি*ছিল অনুষ্ঠিত হয়েছে। ২১শে মার্চ ২০২৫ ইং রোজ শুক্রবার বাদ জুম’আ নামাযের পরে ধনবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ থেকে একটি বিশাল বিক্ষো*ভ মিছিল বের হয়ে ঢাকা-টাঙ্গাইল- জয়দেবপুর- জামালপুর মহাসড়ক সহ ধনবাড়ী বাজার প্রদক্ষিণ করে বি* ক্ষোভ মিছিলটি ধনবাড়ী মডেল মসজিদ এর সামনে গিয়ে শেষ হয়। ধনবাড়ী মডেল মসজিদ এর সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন-ধনবাড়ীর সর্বস্তরের মুসলিম জনতা । সভায় বক্তারা ইস* রায়লী হা* মলার নিন্দা জানান এবং অনতিবিলম্বে ফি* লিস্তিনের উপর হা* মলা বন্ধ করার জন্য এবং সারা বিশ্বের মুসলিম দেশগুলোকে ফি* লিস্তিনের অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। একইসাথে ইসরায়েলি এবং ইহু* দিদের পণ্য বর্জনের আহবান জানান। পরে ফিলিস্তিনীদের কল্যাণ কামনায় দোয়া করা হয়। মোনাজাতের মাধ্যমে বি* ক্ষো*ভ মি*ছিল ও প্রতিবাদ সভা সমাপ্ত হয়