নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন কেরানিরটেক বস্তি এলাকায় অভিযান চালিয়ে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের একটি চৌকস দল। গত শনিবার (৫ এপ্রিল ২০২৫) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে পপি (৩২) ও রোজিনা বেগম (৪০) নামের দুই নারীকে পাঁচ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কেরানিরটেক বস্তি ও আশপাশের এলাকায় অবৈধ ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশ জানায়, আকলিমার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাসরত পপির ঘরে অভিযান চালিয়ে গাঁজা সহ তাদের আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা পলাতক নারী মাদক সরবরাহকারী সালমা আক্তারের কাছ থেকে পাইকারি দরে গাঁজা সংগ্রহ করে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করতেন। তবে জিজ্ঞাসাবাদে মাদকের বৈধ কোনো উৎস সম্পর্কে তারা কোনো গ্রহণযোগ্য তথ্য দিতে পারেননি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪১ ও ৩৬(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পলাতক সালমা আক্তারকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।