• বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর নিয়ামতপুর চন্দননগরে গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত নওগাঁয় স্বামীর স্বকৃীত চেয়ে মৌসুমি খাতুন সংবাদ সম্মেলন সাপাহারে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন নওগাঁর মহাদেবপুরে অপবাদের জেরে সংখ্যালঘু হিন্দু গৃহবধূ বৃন্দা রানী গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যা গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএন পির কমিটির সদস্য পুরাতন ও নতুন সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালিত হয় মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ নওগাঁর পোরশা তেতুলিয়া পূর্ববাড়ি থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ইসরাইলের নৃশংস গণহত্যার প্রতিবাদে ঘাটাইলে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ সফিপুরে ফিলিস্তিনের পক্ষে বিশাল মিছিল, হাজারো মানুষের গর্জন: ‘ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক’ চাই জুলাই বিব্লব বইমেলা ২০২৫ জুলাই বিব্লবে আহত নিহত সবার স্বরণে এবং সকল লেখক একই মঞ্চে।

জর্জি-স্টাবসের জোড়া শতকে প্রোটিয়াদের সফল দিন

Reporter Name / ১৮২ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া এই টেস্টে অবশ্য প্রথম দিনেই ম্যাচ নিজেদের দখলে নিয়ে নিয়েছে প্রোটিয়ারা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম টেস্টের প্রথম দিন দক্ষিণ আফ্রিকার হয়ে চমৎকার শুরু করেন টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দিনশেষে তাদের সংগ্রহ ৮১ ওভারে ৩০৭ রান ২ উইকেটের বিনিময়ে। প্রথম ইনিংসে বিশেষ করে ডি জর্জি ও স্টাবসের প্রথম টেস্ট শতক তাদের আরও দৃঢ় অবস্থানে নিয়ে গেছে।

প্রথম ইনিংসে ওপেনিং জুটি ভিত্তি স্থাপন করলেও অধিনায়ক এইডেন মার্করাম বড় ইনিংস গড়তে ব্যর্থ হন, ৩৩ রানে তাইজুল ইসলামের বলে মুমিনুল হকের হাতে ধরা পড়েন। তবে এরপর ক্রিজে আসা স্টাবস ও ডি জর্জি মিলে বাংলাদেশের বোলারদের বিপক্ষে পাল্টা আক্রমণে যান। ডি জর্জি তার প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন ১৪১ বলে এবং দিন শেষে ১৪১ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গী বেডিংহাম ২৫ রানে ব্যাট করছেন।

স্টাবসও শতক পূর্ণ করেন এবং তার ১৯৮ বলে ১০৬ রানের ইনিংসটি দক্ষিণ আফ্রিকার রানকে আরও শক্তিশালী করে। তাদের বিপক্ষে বাংলাদেশের স্পিনাররা খুব একটা কার্যকরী হতে পারেননি। তাইজুল ইসলাম ৩০ ওভারে ২ উইকেট নিয়ে ১১০ রান দিয়েছেন এবং মেহেদী হাসান মিরাজ ২১ ওভারে ৫৯ রান দিয়ে উইকেট শূন্য থাকেন।

বাংলাদেশের জন্য দিনটি বেশ কষ্টসাধ্য ছিল। সুযোগ থাকা সত্ত্বেও ক্যাচ ফেলে দেওয়া হয়েছে, বিশেষ করে ডি জর্জি যখন মাত্র ৬ রানে ছিলেন, তখন মাহিদুল ইসলাম অঙ্কন তার ক্যাচ ফেলেন। এরপর ডি জর্জি সেই সুযোগটি কাজে লাগিয়ে ইনিংসটি বড় করেন। যদিও শেষের দিকে তার ব্যাটিংয়ে কিছুটা শারীরিক কষ্ট দেখা গিয়েছিল, তবে তিনি লড়াই চালিয়ে যান।

আগামীকাল দ্বিতীয় দিনে বাংলাদেশের জন্য দ্রুত উইকেট নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।


More News Of This Category
bdit.com.bd