প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১২:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৫, ১২:২৩ অপরাহ্ণ
গাজীপুরে রমজান মাসে আবাসিক হোটেল খোলা রাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে রমজান মাসে আবাসিক হোটেল খোলা রাখায় ভাঙচুর ও হোটেলের আসবাবপত্রে অগ্নিসংযোগ করেছে তৌহিদী জনতা।
শনিবার (২২ মার্চ) সকালে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রাইম আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই হোটেলে অনৈতিক কার্যকলাপ চলছিল। হোটেল কর্তৃপক্ষকে বারবার সতর্ক করা হলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। একাধিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তৌহিদী জনতা হোটেলটি ভাঙচুর করে এবং আসবাবপত্র মহাসড়কে এনে আগুন ধরিয়ে দেয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, অনৈতিক কর্মকাণ্ডের দায়ে গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ এর আগেও একাধিকবার অভিযান চালিয়ে হোটেল থেকে নারী ও খদ্দেরদের গ্রেপ্তার করেছিল।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫