টুটুল তালুকদার, গাজীপুর :
একটি বিদেশি পিস্তল দুইটি গুলি ভর্তি ম্যাগাজিনে ১৮ রাউন্ড গুলি সহ তিনজনকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর ডিবি উত্তর পুলিশ।জেএমপি পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ এপ্রিল) রাত ৯, ৫ ঘটিকায় অভিযান চালায় গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ- কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউর রহমানের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (নি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক টিম গাজীপুর জেলার জয়দেবপুর থানার নয়াপাড়া কাজল মার্কেট এলাকা থেকে মোঃ তরিকুল ইসলাম তরী (৩৮) এর বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল,দুটি ম্যাগাজিন ও ম্যাগাজিনে থাকা ১৮ রাউন্ড গুলি উদ্ধার করেন। এ সময় মোঃ তরিকুল ইসলাম তরী (৩৮) সহ মোঃ রওশন ইসলাম(৪০) এবং মোঃ ইমান আলী (৩৫) নামে আরো ২ সন্ত্রাসীকে গ্রেফতার করে। আটককৃত আসামিদের নামে জয়দেবপুর থানায় ১৮৭৮সালের অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) এর দেওয়া তথ্য মোতাবেক জানা যায় যে, তাদের প্রত্যেকের নামে বিভিন্ন থানায় একাধীক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।