মোহাম্মদ রুস্তম আলী নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলা চান্দপুর গালিমখারবাগ গাউছুল আজম আয়মুন্নেছা জামে মসজিদে মুছল্লিদের নামাজে নিষেধাজ্ঞা দিলে,, মুসল্লিরা না মানলে মসজিদে তালা দেয় শহিদুল হক খোকন সরকার ও তার অনুসারীরা, গাজায় ,ফিলিস্তিন, ভারতের পরে এবার বাংলাদেশ কিশোরগঞ্জের কটিয়াদী থানা, ৪ নং চান্দপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডে গাউছুল আজ আয়মুন্নেছা জামে মসজিদে তালা দিয়ে মুসল্লীদের নামাজ পড়তে বাদা দিলেন শহিদুল হক খোকন। কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলা ১১/০৩/২০২৫ ইং ১০ রমজানে শহিদুল হক খোকন সরকার মসজিদ ব্যক্তিগত নিজের দাবি করে,, মসজিদ কমিটি সহ সভাপতি মোঃ শজাহান, ও সাধারণ সম্পাদক মোঃবাচ্ছু মিয়া সহ কমিটির সকলকে নামাজ পরতে নিষেধাজ্ঞা দেয় এবং সকল মুসল্লীদের বাড়ি তে গিয়ে নিষেধাজ্ঞা দেই,, মসজিদ কমিটির সদস্য রা প্রতিবাদ করলে শহিদুল হক খোকন সরকার তাদেরকে মামলার হুমকি দেয়, তাতে কাজ নাহলে ৩১\০৩\২০২৫ ইং রাত গাউছুল আজম জামে মসজিদে তালা মারে শহিদুল হক খোকন সহ তার অনুসারীরা, সকালে মুসল্লী গন ফজরের আজান নামাজ পরতে আসলে দেখে মসজিদে তালামেরে রেখেছে , মসজিদের ইমাম ও মুসল্লী গন,, ৪নং চান্দপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ শহীদুল হক উজ্জ্বলকে বিষয়টি অবগত করেন ,
৩নং ওয়ার্ডে ইউপি সদস্য জহিরুল ইসলাম বুলবুল এবং কটিয়াদি থানা অদীন ফারি থানা বাট্টহায়র তদন্ত কেন্দ্র এস আই মনষ স্যারকে বিষটি অবগত করলে, ৭:৩০ মিটে ঘঠনা স্তলে উপস্থিত হয়ে মসজিদের তালা ভেংগে নামাজ পরার ব্যবস্তা করে দেন,, মুসল্লগন এবং এলাকা বাসি এই ঘঠনার সটিক বিচার এর জন্যে প্রশাসনের কাছে এবং ইউনিয়ন চেয়ারম্যান সহ সকলের কাছে সঠিক বিচারের দাবি জানান এলাকাবাসী।