• শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণ ও নগদ অর্থ লুট সিএমপি’র মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের টিম-৫২ কর্তৃক ০১ টি ০.১৭৭ কেলিভার এয়ার পিস্তল উদ্ধার জয়পুরহাটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির নেতা চন্দন গাজীপুরে বাসাবাড়ি ও দোকানপাটে ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন  ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ চাঁদাবাজ, সন্ত্রাসীদের কোন দল নেই : জিএমপি কমিশনার টঙ্গীতে মাদকের বস্তি উচ্ছেদ, নির্মাণ করা হবে স্কুল ও খেলার মাঠ ট্রাফিক শৃঙ্খলা আনয়ন ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ রাজশাহীর বাজারে ১৫ মে থেকে বাজারজাত হবে আম যাত্রাবাড়ীতে ৫,০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

এরশাদ নগরের মাদক সম্রাজ্ঞী পারুল ও তার স্বামী মানিক মিয়া গ্রেফতার

জোবায়ের হোসেন ইফতি / ৪২ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

জোবায়ের হোসেন ইফতি 

২৭/০৪/২০২৫ খ্রিঃ দিবাগত রাত্র রোজ সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের একটি চৌকস টিম পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ গোলাম মোস্তফা, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ মহানগর গোয়েন্দা বিভাগ, জিএমপি, গাজীপুর এর সাধারণ ডায়েরী নং-৬৩১/২৫, তারিখ-২৭/০৪/২০২৫ ইং মূলে গাজীপুর মহানগর এলাকায় মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে জিএমপি টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা বাস স্ট্যান্ডে অবস্থানকালে ইং-২৭/০৪/২০২৫ তারিখ-১৯.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, জিএমপি টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর ১নং ব্লক ০২ নং গলি সাকিনস্থ ০১ নং আসামীর দক্ষিণ মুখী ৩য় তলা বিল্ডিং বাড়ীর ২য় তলায় দক্ষিণ পার্শ্বের রুমে অভিযান পরিচালানা করিয়া ০২ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। আসামীদ্বয় নিজ নিজ হাতে বাহির করিয়া দিলে উপস্থিত স্বাক্ষীদের মোকাবেলায় উক্ত অভিযানিক দল সাক্ষীদের মোকাবেলায় বিধি মোতাবেক উভয়ের দখল হইতে ২০০ (দুইশত) পিস কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ২০ (বিশ) গ্রাম, যাহার অবৈধ মূল্য অনুমান (২০০দ্ধ৩০০)=৬০,০০০/-(ষাট হাজার) টাকা জব্দ করেন।আসামী ১। মোঃ মানিক মিয়া (৪২) এর দেহ তল্লাশী কালে ধৃত আসামীর পরিহিত লুঙ্গির সামনের ডান কোচর হইতে ০১ টি নীল রংয়ের বায়ু রোধক জিপারে রক্ষিত ৯০ (নব্বই) পিস কথিত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং ধৃত আসামী ২। মোছাঃ পারুল আক্তার @ পারুলী (৩৫) এর দেহ তল্লাশী কালে তাহার শয়ন কক্ষে তার ব্যবহৃত আলমারীর ড্রয়ারের ভিতর হইতে ০১ টি নীল রংয়ের বায়ু রোধক জিপারে রক্ষিত ১১০ (একশত দশ) পিস কথিত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন। উল্লেখ্য যে, ধৃত আসামী ১। মোঃ মানিক মিয়া (৪২) এর বিরুদ্ধে ১। জিএমপি এর টঙ্গী পূর্ব থানার মামলা নং-০৩, তারিখ-০২/০৪/২০২৫ খ্রি; ধারা-৩২৩/৩২৪/৩২৬/৫০৬ /১৪৩/৩০৭/৩৭৯ পেনাল কোড ১৮৬০; এবং ধৃত আসামী ২। মোছাঃ পারুল আক্তার @ পারুলী (৩৫) এর বিরুদ্ধে মোট ১০ টি মামলা রয়েছে, ১। জিএমপি, টঙ্গী পূর্ব থানার মামলা নং-৪৩, তারিখ- ৩০/১০/২০২৩; ধারা-৪ (২) মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২; ২। জিএমপি, টঙ্গী পূর্ব থানার মামলা নং-১৯, তারিখ-১৭/০৮/২০২২; ধারা- ৩৬(১) সারণির ৮(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ৩। জিএমপি, টঙ্গী পূর্ব থানার মামলা নং-২০, তারিখ- ১৭/০৮/২০২২; ধারা-১৯(ধ)(ভ) ১৮৭৮ সালের অস্ত্র আইন; ৪। জিএমপি, টঙ্গী পূর্ব থানার মামলা নং-২৬, তারিখ- ১১/১২/২০১৮; ধারা-১৯(১) এর ৭(ক)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; ৫। জিএমপি, টঙ্গী পূর্ব থানার মামলা নং-২৫, তারিখ-০৯/১১/২০১৮; ধারা-১৯(১) এর ৯(খ)/২৫ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; ৬। জিএমপি, টঙ্গী পূর্ব থানার মামলা নং-৬৯, তারিখ-২৮/০৮/২০১৮; ধারা-১৯(১) এর ৯(খ)/২৫ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; ৭। জিএমপি, টঙ্গী পূর্ব থানার মামলা নং-৫৩, তারিখ-২৫/০১/২০১৯; ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১; ৮। জিএমপি, টঙ্গী পশ্চিম থানার মামলা নং-১২, তারিখ-১৪/০৮/২০২২; ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১; ৯। জিএমপি, টঙ্গী পূর্ব থানার মামলা নং-০৮, তারিখ- ০৫/০৭/২০২৫;ধারা-১৪৩/৩২৩/৩৫৪ /৩৪১/৫০৬/১১৪/৩৭৯ পেনাল কোড ১৮৬০; মামলা রহিয়াছে। মাদক উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে এজাহার দাখিল করিলে টঙ্গী পূর্ব থানার মামলা নং-৫২, তাং-২৮/০৪/২৫ ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণি ১০(ক)/৪১ রুজু হয়। গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানা ঃ- ১। মোঃ মানিক মিয়া (৪২), পিতা-মৃত মনসুর আলী, সাং-০১ নং বøক, ০২ নং গলি, এরশাদনগর, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর। ২।মোছাঃ পারুল আক্তার @ পারুলী (৩৫), পিতা-মৃত বাদশা মিয়া, স্বামী-মোঃ মানিক মিয়া, সাং-০১ নং ব্লক, ০২ নং গলি, এরশাদনগর, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর। উদ্ধারকৃত আলামতের বর্ণনা ঃ ১. ২০০ (দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য অনুমান-৬০,০০০/-(ষাট হাজার) টাকা।


More News Of This Category
bdit.com.bd