গাজীপুর প্রতিনিধি,আলমগীর হোসেন
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেউলিয়াবাড়ি বেলতলা এলাকায় আজ শনিবার (৩ মে ২০২৫) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে একটি তুলা তৈরির জুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো গোডাউন এলাকাকে কালো ধোঁয়ায় ঢেকে ফেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘জাহাঙ্গীর’ ও ‘সোহেল’ নামীয় দুই ব্যক্তি এবং আরও ৮-১০ জনের মালিকানাধীন ওই তুলার গোডাউনে হঠাৎ করেই আগুনের সূত্রপাত ঘটে। আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা জ্বলন্ত সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে। আগুনের লেলিহান শিখায় গোডাউনের ভেতরে রাখা বিপুল পরিমাণ তুলা, কাঁচামাল ও অন্যান্য দাহ্য পদার্থ পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের কোনাবাড়ী ও সরাব ইউনিটের একাধিক টিম। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। তবে দুপুর পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন কোনাবাড়ী মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা বিবেচনায় সেনাবাহিনীর একটি বিশেষ টিমও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সহায়তা শুরু করে। তাদের তৎপরতায় আগুন যাতে আশপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। এদিকে আগুনের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলের আশপাশে ব্যাপক জনসমাগম ঘটে। অনেকেই তাদের প্রিয়জনদের খোঁজ নিতে ছুটে আসেন। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে, কারণ এই গোডাউনের পাশে রয়েছে আরও বেশ কয়েকটি ক্ষুদ্র শিল্প কারখানা। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর পুরো এলাকা ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে এবং তদন্তের কাজ শুরু হবে।