• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন

গাজীপুরে ভয়াবহ আগুনে ৬ ঝুট গুদাম পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার / ৪৩ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার :

গাজীপুর নগরের বাবুর্চি মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ঝুটের গুদাম পুড়ে গেছে। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে নিজেরা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে দমকলকর্মীদের তৎপরতায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এ ঘটনায় ছয়টি ঝুটের গুদাম সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, বাবুর্চি মোড় এলাকার একটি ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে কোনাবাড়ি ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল সোয়া নয়টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।তিনি বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি।


More News Of This Category
bdit.com.bd